স্বপন বণিক
আজমিরীগঞ্জের ১২ মে সিলেট ও ঢাকা থেকে প্রাপ্ত রিপোর্টে করোনা (কোভিড ১৯) পজেটিভ হওয়া ৪ জন রোগীকে ৩ দিন অতিবাহিত হওয়ার পরও নেয়া হইনি হবিগঞ্জ সদর হাসপাতালের আইশোলেশনে ৷ বিষয়টি নিয়ে এলাকায় সৃষ্টি হয়েছে ভয়ের ৷
মঙ্গলবার (১২ মে) ঢাকা ল্যাব থেকে পাঠানো রিপোর্টে আজমিরীগঞ্জ সদর পৌরসভার পুকুর পাড় গ্রামের ৬২ বছর বয়সী এক বৃদ্ধের করোনা পজেটিভ আসে। গত ৯ মে শনিবার ওই বৃদ্ধের নমুনা সংগ্রহ করে পাঠানো হয়। তবে এলাকাবাসী সূত্রে জানা যায় আক্রান্ত ওই ব্যক্তি দীর্ঘদিন ধরে শ্বাসকষ্ট ও ডায়াবেটিকস রোগে ভুগছেন।
অপরদিকে গত ৫ মে ৪নং কাকাইলছেও ইউনিয়নের কৃপাল নগর থেকে পাঠানো নমুনায় গতকাল (সোমবার) ১২ বছর বয়সী ছেলের করোনা পজিটিভ আসার পর (১২ মে) মঙ্গলবার সিলেট ল্যাব থেকে ওই ছেলের বড় বোনসহ আরো দুজনের করোনা পজেটিভ আসে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সুদর্শন সেন বিষয়টি নিশ্চিত করেন৷
এ বিষয়ে উপজেলা স্বাস্হ্য পঃ পঃ কর্মকর্তা সুদর্শন সেন বলেন হবিগঞ্জে সদর হাসপাতালের এম্বোলেন্সের ২ জন ড্রাইভার করোনো পজেটিভ আসার কারনে,এম্বোলেন্স সংকটের কারনে তাদের সদর হাসপাতালের আইসোলেশনে নেয়া যাচ্ছে না তবে বাড়িতে আমরা তাদের চিকিৎসা চালু রেখেছি ৷
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com