নুর উদ্দিন সুমন : হবিগঞ্জের বাহুবল উপজেলায় অবস্থিত ওমেরা সিলিন্ডার কোম্পানীর ৪ শ্রমিককে চাকুরীচ্যুত করার প্রতিবাদে দিনব্যাপী বিক্ষোভ কর্মসূচী পালন করেছে দেড় শতাধিক শ্রমিক-কর্মচারীরা । মঙ্গলবার সকাল থেকে দিনব্যাপী ওমেরা সিলিন্ডার কোম্পানীর মুল ফটকের সামনে বিক্ষোভ করে শ্রমিকরা। শ্রমিকরা জানায়, রমজান মাসে মধ্যাহ্নভোজের ভাতা ও ইফতারীর টাকা বৃদ্ধির জন্য কোম্পানীর কাছে দাবী জানানো হয়। এ নিয়ে কোম্পানীর প্রশাসনিক কর্মকর্তা নুরুন্নবীর সাথে শ্রমিকদের মনোমালিন্য দেখা দেয়। এক পর্যায়ে ৪ শ্রমিককে ওই কোম্পানী থেকে বহিষ্কার করা হয়। শ্রমিকদের দাবী প্রশাসনিক কর্মকর্তা ১ শ্রমিককে সিড়ি থেকে ধাক্কা দিয়ে ফেলে আহত করেছেন। ওই কর্মকর্তার দাবী কয়েকজন শ্রমিক কোম্পানীর বিধি বর্হিভূত কাজ করেছে। চার শ্রমিককে ফিরিয়ে না নিলে দেড় শতাধিক শ্রমিক কাজে ফিরবে না বলে হুশিয়ারী দিয়েছে। কোম্পানীর প্রশাসনিক কর্মকর্তা নুরুন্নবী বলেন, শ্রমিক চারজনকে চাকুরীচ্যুত করা হয় নি। বিধি মোতাবেক বদলী করা হয়েছে। দুপুরে বাহুবল ও কামাইছড়া থানা পুলিশ গিয়ে পরিস্থিতি শান্ত করে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা দেখা দিয়েছে ।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com