স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরে বর্ণাঢ্য আয়োজনে মহিলাদের আন্তর্জাতিক সেবামূলক সংগঠন ইনার হুইল ক্লাব অব হবিগঞ্জ এর বার্ষিক সাধারণ সভা ও কলার হস্তান্তর অনুষ্ঠিত হয়েছে। ক্লাবের চার্টার প্রেসিডেন্ট তাহমিনা বেগম গিনির সভাপতিত্বে সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন ক্লাব সদস্য রায়হানা বেগম। ইনার হুইল প্রত্যয় পাঠ করেন পাস্ট প্রেসিডেন্ট অ্যাডভোকেট তাহমিনা খান। অনুষ্ঠানে সাংবাদিকতার ৫০ বছর পূর্তি উপলক্ষে হবিগঞ্জ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ইত্তেফাক প্রতিনিধি অ্যাডভোকেট মনসুর উদ্দিন আহমেদ ইকবালকে এবং ইনার হুইল ক্লাবের অগ্রযাত্রায় অগ্রণী ভূমিকা পালন করায় হবিগঞ্জ প্রেসক্লাব সভাপতি ও দৈনিক হবিগঞ্জের মুখ পত্রিকার সম্পাদক হারুনুর রশিদ চৌধুরীকে বিশেষ সম্মাননায় ভূষিত করা হয়। তাদেরকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জ্ঞাপন ও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
সভায় সম্মাননায় ভূষিত সাংবাদিকদ্বয় ছাড়াও অতিথিবৃন্দের মধ্যে বক্তৃতা করেন রোটারিয়ান ডা: মো: জমির আলী, রোটারিয়ান ডা: এসএস আল-আমিন সুমন, রোটারী ক্লাব অব হবিগঞ্জ এর প্রেসিডেন্ট রোটারিয়ান মোদারিছ আলী টেনু, সেক্রেটারী অধ্যাপক ইলিয়াছ বখত চৌধুরী জালাল, রোটারী ক্লাব অব হবিগঞ্জ সেন্ট্রালের প্রেসিডেন্ট রোটারিয়ান আলহাজ¦ সিরাজুল ইসলাম, সেক্রেটারী রোটারিয়ান মনির হোসেন, রোটারী ক্লাব অব হবিগঞ্জ খোয়াইর সেক্রেটারী রোটারিয়ান অ্যাডভোকেট জন্টু, রোটারিয়ান শাহ ফখরুজ্জামান প্রমূখ।
ইনার হুইল ক্লাবের নেতৃবৃন্দের মধ্যে বক্তৃতা করেন অ্যাডভোকেট তাহমিনা খান, কুমকুম চৌধুরী, মাহফুজা আক্তার ডলি, রায়হানা বেগম, তাসকিরা আক্তার জুবিলি, রওশন আরা লুনা, অ্যাডভোকেট শায়লা পারভীন প্রমূখ।
সভায় ইনকামিং প্রেসিডেন্ট কুমকুম চৌধুরীর গলায় প্রেসিডেন্ট কলার পরিয়ে দেন বিদায়ী প্রেসিডেন্ট তাহমিনা বেগম গিনি।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com