চুনারুঘাট প্রতিনিধি ॥ হবিগঞ্জের চুনারুঘাটে বেপরোয়া মোটর সাইকেল দুর্ঘটনায় আরতি পাল (৬৫) নামে এক বৃদ্ধা পথচারী নিহত হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় পৌরশহরের বাল্লা রোডের পাল বাড়ির পাশে এ দুর্ঘটনাটি ঘটেছে। নিহত আরতি পাল মাধবপুর উপজেলার আন্দিউড়া ইউনিয়নের বুল্লা গ্রামের অখিল পালের স্ত্রী।
প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, আরতি পাল নিজের মেয়ের বাড়ি চুনারুঘাট উপজেলার আমকান্দি গ্রামে বেড়াতে গিয়েছিলেন। পরবর্তীতে মেয়ের বাড়ি থেকে হাতুন্ডা বাসুদেব বাড়িতে যাবার জন্য রওয়ানা দেন। পথিমধ্যে বেপরোয়া একটি মোটর সাইকেল দ্রুতগতিতে এসে তাকে ধাক্কা দিলে তিনি সড়কে লুটিয়ে পড়েন। স্থানীয় লোকজন আরতিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com