মোঃ মামুন চৌধুরী ॥ চুনারুঘাট উপজেলার গাজীপুর ইউনিয়নের দুধপাতিলের মুড়িছড়া থেকে অবৈধভাবে বালু উত্তোলন করায় সুজাতুল হক ভূঁইয়া নামে এক মহালদারকে ৬ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। একই সাথে তার সহযোগী আছকির মিয়াকে জরিমানা করা হয় ৫০ হাজার টাকা। মঙ্গলবার দিবাগত রাত ১১টায় উপজেলা নির্বাহী অফিসার সত্যজিত রায় দাশের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত পরিচলানা করে এ অর্থদন্ড প্রদান করা হয়। এর আগে দুপুর থেকে বিকেল পর্যন্ত উপজেলা নির্বাহী অফিসার সত্যজিত রায় দাশের নেতৃত্বে মুড়িছড়ায় অভিযান চালিয়ে ঘটনাস্থলে ১৩টি ড্রেজার মেশিন ও বিপুল পরিমাণ পাইপ পুড়িয়ে নষ্ট করা হয়। জব্দ করা হয় একটি এক্সকেভেটর ও বিপুল পরিমাণ বালু।
এর সত্যতা নিশ্চিত করে উপজেলা নির্বাহী অফিসার সত্যজিত রায় দাশ বলেন, বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ অনুসারে দুই ব্যক্তিকে এ অর্থদন্ড করা হয়। পরিবেশ রক্ষায় অভিযান অব্যাহত থাকবে। অভিযান পরিচালনাকালে উপজেলা সার্ভেয়ার মোঃ শহীদুল ইসলাম ও চুনারুঘাট থানা পুলিশ উপস্থিত ছিল।
মুড়িছড়ায় এক্সকেভেটর ট্রাক ও বালু জব্দ ॥ ১৩টি ড্রেজার মেশিন ও বিপুল পরিমাণ পাইপ পুড়ে ফেলা হয়েছে
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com