স্টাফ রিপোর্টার ॥ সেনাবাহিনীর সাবেক কর্ণেল মোতাহার হোসেন খানের ১ম জানাযা সকাল ১০ টায় হবিগঞ্জ ষ্টাফ কোয়ার্টার মাঠ ও ২য় জানাযা বাদ জোহর বানিয়াচং এড়ালিয়া মাঠে অনুষ্ঠিত হয়েছে। জানাজায় মরহুমের বর্নাঢ্য কর্মময় জীবন নিয়ে বক্তৃতা/দোয়া চান বড় ও ছোট ছেলে নিউইয়র্ক প্রবাসী হেমায়েত হোসেন খান ( হাদি) ও হিমায়েত হোসেন খান (হিমি), আব্দুল মজিদ খান এম.পি, উইং কমান্ডার মোঃ ফরহাদ হোসেন খান (ছিটো), সাবেক আই.জি.পি মোদাব্বির হোসেন চৌধুরী, আইএমও বাংলাদেশের প্রতিনিধি ড. মোহাম্মদ শাহ্ নেওয়াজ, ওয়ার্ল্ড ব্যাংকের আরবান স্পেশালিষ্ট জাহেদ হোসেন খান আজাদ, হবিগঞ্জের সাবেক মেয়র আলহাজ্ব জিকে গৌউছ, সাবেক জেলা চেয়ারম্যান সমিতি সভাপতি মুক্তিযুদ্ধা মোহাম্মদ আলী মমিন, বিশিষ্ট ঠিকাদার মোঃ ফুল মিয়া প্রমূখ। জানাজা পড়ান অধ্যক্ষ মাওলানা আবদাল হোসেন খান। পর মরহুমের জন্মস্থান বানিয়াচং সাগরদীঘির পশ্চিমপাড়স্থ “খান বাড়ি” সংলগ্ন পারিবারিক গোরস্তানে মরহুম পিতা এম.এল.এ খান সাহেব নূরুল হোসেন খান অ্যাডভোকেট ও বড়ভাই সাবেক মন্এী সিরাজুল হোসেন খান এবং পি.পি অ্যাডভোকেট আহমদ হোসেন খানের কবরের পাশে দাফন করা হয়েছে। জানাযার পর বাংলাদেশ সেনাবাহিনীর লেঃ আদনান এর নেতৃত্বে একটি চৌকস দল গার্ড অব অনার, তোপধ্বনি ও বিউহোগল বাজানো শেষে সামরিক মর্যাদায় কবরস্থ করা হয়েছে।
উল্লেখ্য, সাবেক কর্ণেল মোতাহার হোসেন খান (৮৩) গত সোমবার নিউইয়র্কের একটি হাসপাতালে ইন্তেকাল করেন।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com