স্টাফ রিপোর্টার ॥ বাহুবলের বিহারীপুরে খড়ের গাদার ভেতর আমোদফুর্তি করতে গিয়ে লক্ষ্মীপুরের এক যুবক ধরাশায়ী হয়েছে। দিনভর নানা নাটকীয়তার পর অবশেষে বিয়ের সিদ্ধান্ত নিয়েছে স্থানীয় মুরুব্বীরা।
সূত্র জানায়, বিহারীপুর গ্রামের এক যুবতীর সাথে মোবাইল ফোনে রং নাম্বারে পরিচয় হয় লক্ষ্মীপুর জেলার ভাদাইর গ্রামের সিরাজ চৌধুরীর পুত্র টেম্পোচালক জমির আলী চৌধুরীর (৩৫)। দীর্ঘদিন প্রেমের সম্পর্ক চলে আসার এক পর্যায়ে প্রেমের টানে সে প্রেমিকার বাড়িতে চলে আসে। গত শুক্রবার রাতে সকলের অগোচরে বাড়ির পার্শ^বর্তী খড়ের গাদায় দেখা-সাক্ষাত করলে প্রতিবেশীরা তাদের আটক করে। দিনভর নানা নাটকীয়তার পর শেষে তাদের মধ্যে বিয়ের সিদ্ধান্ত নেন স্থানীয় মুরুব্বীয়ান।
এ ব্যাপারে বাহুবল থানার ওসি কামরুজ্জামান জানান, বিষয়টি শুনেছি, কোন অভিযোগ না পাওয়ায় ব্যবস্থা গ্রহণ করা যাচ্ছে না। তবে স্থানীয়রা নিষ্পত্তি করবেন বলে জানিয়েছেন।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com