স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার রিচি গ্রামের অগ্নিকোনা জামে মসজিদ নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন হবিগঞ্জ-৩ আসনের এমপি ও জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মোঃ আবু জাহির। শুক্রবার বিকেলে নির্মাণ কাজের আনুষ্ঠানিক উদ্বোধন শেষে স্থানীয় মুসল্লীদের নিয়ে মোনাজাতে অংশ নেন তিনি।
পরে মসজিদ কমিটি আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি’র বক্তব্যে এমপি আবু জাহির বলেন, বর্তমান সরকার সারাদেশে ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে আন্তরিকতার সাথে কাজ করে যাচ্ছে। তবে সমাজের বিত্তবানদের উচিত নিজ এলাকার মসজিদ সাধ্যমতো সহযোগিতা করা। এ সময় অগ্নিকোনা মসজিদ নির্মাণের উদ্যোগ নেয়ায় এলাকাবাসীর প্রতি ধন্যবাদ জানান তিনি।
অগ্নিকোনা জামে মসজিদ কমিটির সভাপতি হাজী মোঃ রউফের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন রিচি গ্রাম পঞ্চায়েতের সভাপতি আলহাজ্ব মোঃ আছান উল্লা মাস্টার। সভা পরিচালনা করেন মসজিদ কমিটির সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন সাজু।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com