স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচঙ্গে মাহফিল থেকে ফিরে গলায় ফাঁস দিয়ে মোহন মিয়া (১৭) নামে এক কিশোর আত্মহত্যা করেছে। শনিবার সকালে বানিয়াচঙ্গ থানার এসআই আব্দুর রহমান লাশটি উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করেন। সে বানিয়াচঙ্গ সদরের চতুরঙ্গ পাড়ার আঙ্গুর মিয়ার পুত্র। গত শুক্রবার রাতে বাড়ির পাশে মাহফিল থেকে বাড়িতে গিয়ে খাওয়া-দাওয়া করে ঘুমিয়ে পড়ে মোহন। সকালে বাড়ির পাশে একটি আম গাছে তার ঝুলন্ত লাশ দেখতে পেয়ে স্থানীয় লোকজন পুলিশকে খবর দেয়। লাশের সাথে হবিগঞ্জ মর্গে আসা তার এক স্বজন জানান, মোহন খুব সম্ভবত পারিবারিক চাপের কারণে আত্মহত্যা করেছে। দীর্ঘদিন ধরে তার মা-বাবার সাথে নানা বিষয় নিয়ে মনোমালিন্য চলছিল। ওই এসআই জানান, ময়না তদন্ত রিপোর্ট পাবার পর মৃত্যুর কারণ জানা যাবে।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com