স্টাফ রিপোর্টার, মাধবপুর থেকে ॥ মাধবপুর-হরষপুর আঞ্চলিক সড়কের মাধবপুর উপজেলার হাওয়ালিয়া ব্রীজের কাছে সিএনজি অটোরিকশা উল্টে চালক ইমাম হোসেন (৩৫) নিহত ও বাংলা টিভির প্রতিনিধি হামিদুর রহমান গুরুতর আহত হয়েছেন। নিহত ইমাম হোসেন উপজেলার চৌমুহনী ইউনিয়নের নয়নপুর গ্রামের বাসিন্দা।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শনিবার সন্ধ্যায় মাধবপুর থেকে অটোরিকশাটি চৌমুহনী যাওয়ার পথে উল্লেখিত এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে একটি বালুবাহী ট্রাককে সাইড দিতে গিয়ে অটোরিকশাটি উল্টে পার্শ্ববর্তী খাদে পড়ে যায়। গুরুতর আহত অবস্থায় সিএনজি চালককে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। অপরদিকে গুরুতর আহত সাংবাদিক হামিদুর রহমানকে মাধবপুর ল্যাব এইড হাসপাতালে ভর্তি করা হয়েছে।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com