খানি ও এসডিএম ফাউন্ডেশনের সেমিনারে বক্তাগণ

স্টাফ রিপোর্টার ॥ বাংলাদেশ কৃষি প্রধান দেশ। ধান আমাদের প্রধান কৃষি ফসল। এদেশের শতকরা ৭৫ ভাগ লোক গ্রামে বাস করে। যাদের অধিকাংশই কৃষির সাথে জড়িত। ২০১৭-১৮ অর্থবছরে জিডিপিতে কৃষির অবদান ১৪.২৩ ভাগ। সকলের জন্য খাদ্য নিশ্চিত করতে সরকার ভিশন ২০২১ গ্রহণ করে। কৃষি কেবলমাত্র মানুষের খাদ্য নিরাপত্তা নয়, দেশের মানুষের আয় এবং কর্মসংস্থান নিশ্চিতকরণ করে। বিষ্ময়করভাবে ধানসহ অন্যান্য কৃষি উৎপাদনের পরিমাণ বেড়েছে। মানুষ এখন না খেয়ে নেই। এটি সম্ভব হয়েছে দেশের পরিশ্রমী কৃষকসমাজসহ রাষ্ট্রপক্ষের সংশ্লিষ্টজনের কৃষি সংবেদনশীল কর্মসূচির ফলে। কিন্তু তারপরও প্রতিনিয়ত দেশের কৃষিখাত বার বার নানা সংকটে পড়ছে। গত কয়েক বছর ধরে ধান ও চালের ন্যায্যমূল্য বিতর্ক প্রধান বিষয় হয়ে দাঁড়িয়েছে। কৃষি কাজে তরুণ প্রজন্মের অংশগ্রহণ কমছে, পাশাপাশি রোপন ও সংগ্রহ মওসুমে তৈরি হচ্ছে শ্রমিক সংকট। উৎপাদিত কৃষি পণ্যের ন্যায্যমূল্য না পাওয়া এবং উৎপাদনে জড়িত মানুষের সংখ্যা ক্রমান্বয়ে হ্রাস পাওয়ায় দেশের কৃষিক্ষেত্রে সংকট সৃষ্টি হয়েছে। একটি চক্র খাদ্যপণ্য নিয়ে কৌশলে রাষ্ট্রকে জিম্মি করে ফেলছে। রাষ্ট্রকে কৃষকের সকল কৃষিপণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত করতে হবে। খাদ্য নিরাপত্তা নেটওয়ার্ক বাংলাদেশ (খানি)-এর সহযোগিতায় ও এসডিএম ফাউন্ডেশনের আয়োজনে ধানের লাভজনক ও ক্ষুদ্র কৃষকের খাদ্য নিরাপত্তা নিশ্চিত বিষয়ক সেমিনারে বক্তাগণ এসব কথা বলেন। শনিবার সকাল ১০টায় শহরের কালীবাড়ি রোড এলাকায় ফাউন্ডেশন কার্যালয়ে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি ছিলেন সাবেক যুগ্ম সচিব মোঃ ফজলুর রহমান চৌধুরী। খাদ্য অধিকার জেলা কমিটির সহ-সভাপতি অ্যাডভোকেট ইসরাইল মিয়ার সভাপতিত্বে ও এসডিএম ফাউন্ডেশন চেয়ারম্যান সুব্রত দাস বৈষ্ণবের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বানিয়চং উপজেলা সমাজসেবা কর্মকর্তা সাইফুল ইসলাম প্রধান, সদর উপজেলা কৃষি কর্মকর্তা সুশান্ত ধর, হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক এবং চ্যানেল আই হবিগঞ্জ প্রতিনিধি চৌধুরী মোহাম্মদ ফরিয়াদ, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহ ফখরুজ্জামান, অ্যাডভোকেট এমএ মজিদ, সাবেক ব্যাংকার শেখ বদর উদ্দিন, খাদ্য পরিদর্শক কালিপদ বণিক, আইডিয়ার প্রকল্প সমন্বয়কারী ওয়াদুদ ফয়সল চৌধুরী, সাংবাদিক সৈয়দ আশরাফ উদ্দিন মামুন, দৈনিক হবিগঞ্জের মুখ পত্রিকার বার্তা সম্পাদক মঈন উদ্দিন আহমেদ, এশিয়ান টিভির হবিগঞ্জ প্রতিনিধি এসএম সুরুজ আলী, অ্যাডভোকেট মোবারক হোসেন ফুল মিয়া, জগদীশ চন্দ্র দাস, ইউপি সদস্য রহিমা খাতুন। এছাড়াও অনুষ্ঠানে শিক্ষক, সাংস্কৃতিক কর্মী, কৃষক-কৃষাণী, এনজিও কর্মীসহ নানা শ্রেণি পেশার লোকজন অংশ নেন।
সেমিনারে বক্তাগণ দেশের সকল অঞ্চলের সকল নারী ও পুরুষ কৃষকের জন্য কৃষিকার্ড ও ব্যাংক অ্যাকাউন্ট নিশ্চিত করণ, সহজ-বিনাসুদ ও বিনাশর্তে কৃষি ঋণ, ভর্তুকি ও বিশেষ প্রণোদনা নিশ্চিতকরণ, উৎপাদন থেকে সকল স্তর ও পর্যায়ে ক্ষতিকর রাসায়নিকের ব্যবহার নিয়ন্ত্রণ, প্রতি কৃষি মওসুমে মওসুমভিত্তিক ধানসহ কৃষিপণ্যের একটি সুনির্দিষ্ট মূল্যতালিকা নির্ধারণ, সরকারি মূল্যে ধানসহ কৃষিপণ্য সরাসরি কৃষকের কাছ থেকে ক্রয়-বিক্রয়ের সক্রিয় প্রাতিষ্ঠানিক কাঠামো গড়ে তোলা, ক্রয়-বিক্রয়ের ক্ষেত্রে ফড়িয়া, মহাজন, দালাল, মধ্যস্বত্ত্বভোগীদের খবরদারি বন্ধ, কৃষিপণ্যের বহুমুখি ব্যবহার নিশ্চিতকরণসহ নানা দাবি জানান।