মোঃ আলাল মিয়া, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জ প্রেসক্লাব নিয়ে সাংবাদিকদের দীর্ঘদিনের বিরোধের অবসান ঘটিয়ে এই প্রথম গণতান্ত্রিক প্রক্রিয়ায় প্রেসক্লাবের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। রবিবার ৪৩ জন সদস্য তাদের ভোটাধিকার প্রয়োগ করে প্রেসক্লাব সভাপতি, সাধারণ সম্পাদক, যুগ্ম সম্পাদক, অর্থ সম্পাদক ও ৮ জন সদস্য নির্বাচিত করেছেন। প্রধান নির্বাচন কমিশনার বীর মুক্তিযোদ্ধা হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক হবিগঞ্জ সমাচার পত্রিকার সম্পাদক গোলাম মোস্তফা রফিক, সদস্য সচিব চৌধুরী মোহাম্মদ ফরিয়াদ, হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি দৈনিক হবিগঞ্জ জনতার এক্সপ্রেস পত্রিকার সম্পাদক ফজলুর রহমান, হবিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক হবিগঞ্জের মুখ পত্রিকার সম্পাদক হারুনুর রশিদ চৌধুরী, হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি বাংলাভিশন প্রতিনিধি মোহাম্মদ নাহিজ, হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক নির্মল ভট্টাচার্য্য রিংকুসহ নবীগঞ্জ প্রেসক্লাব নির্বাচনের দায়িত্বে থাকা নির্বাচন কমিশনারগণ ভোট গ্রহণ করেন। জেলা ডাকবাংলো প্রাঙ্গণে সকাল ১১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত চলে ভোট গ্রহণ। সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে ২০ ভোট পেয়ে সভাপতি পদে বিজয়ী হয়েছেন যুগান্তর পত্রিকার প্রতিনিধি মোঃ সরওয়ার শিকদার, সহ-সভাপতি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন আশাহিদ আলী আশা, ২১ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হন কালের কন্ঠ প্রতিনিধি মোঃ আলমগীর মিয়া, সর্বোচ্চ ২৯ ভোট পয়ে যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন নয়াদিগন্ত পত্রিকার প্রতিনিধি কিবরিয়া চৌধুরী, ২৩ ভোট পেয়ে অর্থ সম্পাদক নির্বাচিত হয়েছেন আকিকুর রহমান সেলিম। নির্বাচিত নির্বাহী সদস্যরা হলেন- এস আর চৌধুরী সেলিম, অলিউর রহমান, এম এ আহমদ আজাদ, ফখরুল আহসান চৌধুরী, শাহ সুলতান আহমেদ, আনোয়ার হোসেন মিঠু, তোফাজ্জল হোসেন ও সুবিনয় রায় বাপ্পি।