স্টাফ রিপোর্টার ॥ বাহুবলের রশিদপুরে প্রেমে ব্যর্থ হয়ে মিতালী বাউরী (১৫) নামে এক কিশোরী বিষপানে আত্মহত্যা করেছে। সে উপজেলার রশিদপুর চা বাগানের নির্মল বাউরীর কন্যা। রবিবার সকালে বাহুবল থানার এসআই সেলিম আহমেদ লাশের সুরতহাল তৈরি করে সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেন। পরিবারের বরাত দিয়ে জ্যোতিশ বাউরী জানান, গত বৃহস্পতিবার স্থানীয় একটি বাগানে এক যুবকের সাথে প্রেমে ব্যর্থ হয়ে ঘরে রাখা কীটনাশক পান করে ছটফট করতে থাকে। বিষয়টি তার পরিবারের লোকজন আঁচ করতে পেরে তাকে উদ্ধার করে বাগানের ডিসপেনসারিতে নিয়ে ভর্তি করলে সেখানে চিকিৎসারত অবস্থায় গতকাল সে মৃত্যুবরণ করে। ওই এসআই জানান, ময়নাতদন্ত রিপোর্ট পাবার পর মৃত্যুর আসল কারণ জানা যাবে।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com