চুনারুঘাটে শীতার্তদের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করেছে বেসরকারি এনজিও সংস্থা আশা হবিগঞ্জ জেলা। রবিবার সকালে আশা’র চুনারুঘাট অফিসে ৪শ’ দরিদ্র অসহায় ও দুঃস্থ লোকের মাঝে এসব শীতবস্ত্র বিতরণ করা হয়। শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চুনারুঘাট পৌরসভার মেয়র নাজিম উদ্দিন সামছু। আশার এডিশনাল ডিভিশনাল ম্যানেজার কামাল মিয়া চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন আশা হবিগঞ্জ ডিভিশনের ডিভিশনাল ম্যানেজার মোঃ সাজেদুল ইসলাম চৌধুরী, চুনারুঘাট অঞ্চলের আরএম মোস্তাফিজুর রহমান ও নাজমুল আলম, চুনারুঘাট ১ ও ২নং ব্র্যাঞ্চের ম্যানেজার আহাম্মদ আলী, শেখর চন্দ্র রায় ও এডিবি মোঃ তোফাজ্জল হোসেন প্রমূখ। সভাপতির বক্তব্যে আশার এডিশনাল ডিভিশনাল ম্যানেজার কামাল মিয়া চৌধুরী বলেন, এবারের শীতে আশার পক্ষ থেকে সারা বাংলাদেশে ১৭ হাজার কম্বল বিতরণ করা হবে। এছাড়াও আশা বিভিন্ন সামাজিক কর্মকান্ড করে যাচ্ছে। বিজ্ঞপ্তি
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com