স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরে টাকা আত্মসাত মামলায় ব্যাংক কর্মকর্তা ও তার স্ত্রীর বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারি করেছেন আদালত। রবিবার দুপুরে জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ নুরুল হুদা এ আদেশ দেন।
মামলার বিবরণে জানা যায়, ২০১২ সালের ১৩ সেপ্টেম্বর শহরের ঈদগাঁ রোড এলাকার বাসিন্দা শের আলীর স্ত্রী জাহানারা বেগমের কাছ থেকে ৪ লাখ টাকা ধার নেন শহরের নিউ মুসলিম কোয়ার্টার এলাকার বাসিন্দা মৃত লুৎফুল হকের পুত্র ও আমুরোড কৃষি ব্যাংক শাখার সুপারভাইজার রফিকুল হায়দার সিদ্দিকী সেলিম (৪৫) ও তার স্ত্রী মাজেদা আক্তার (৩৫)। পরবর্তীতে জাহানারা বেগমকে টাকা ফেরত না দিয়ে আত্মসাত করেন তারা। অবশেষে জাহানারা বেগম নিরুপায় হয়ে ৯ সেপ্টেম্বর রফিকুল হায়দার সিদ্দিকী সেলিম ও তার স্ত্রীর বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করেন। আদালত তাদের বিরুদ্ধে সমন জারি করে। অবশেষে আদালতের আদেশ অমান্য করায় রবিবার তাদের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারি করা হয়।