স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জে ২ মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। আটককৃতরা হলো নাতিরাবাদের মোঃ ছিদ্দিক মিয়ার পুত্র হারুনুর রশিদ (৩৩) ও রিচি গ্রামের মৃত বছর উদ্দিনের পুত্র আব্দুল মালেক (৫৫)। আটককৃতদের কাছ থেকে ১শ’ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
সূত্র জানায়, গতকাল বিকেলে শহরের বিভিন্ন স্থানে অভিযান চালায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ সময় নাতিরাবাদ ও রিচি এলাকা থেকে মাদক সেবনরত অবস্থায় তাদের আটক করা হয়। পরে তাদের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জান্নাত আরা লিসার আদালতে হাজির করা হলে তিনি ভ্রাম্যমান আদালত বসিয়ে আব্দুল মালেককে ১০দিন এবং হারুনুর রশিদকে ৫দিনের কারাদন্ডে দন্ডিত করেন। অভিযানে নেতৃত্ব দেন এএসআই ছিদ্দিকুর রহমান।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com