অস্বাস্থ্যকর পরিবেশে খাবার বিক্রি করায় রেস্টুরেন্টকে অর্থদন্ড
স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জের মাধবপুর উপজেলার বিভিন্ন হাটবাজারে সড়কে সড়কে বসে ভাসমান বাজার। স্থানীয় ব্যবসায়ীরাও পণ্য রেখে দখল করে রাখে ফুটপাতগুলো। এতে ব্যাহত হচ্ছে মানুষ ও যানবাহনের চলাচল। অপরদিকে হোটেলগুলোতেও চলে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি। এ সব বিষয়ে নজর দেন ভ্রাম্যমান আদালত।
বুধবার বিকালে মাধবপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আয়েশা আক্তার মাধবপুর বাজারে প্রবেশ করলে মুহূর্তের মধ্যেই পরিস্কার হয়ে যায় ফুটপাত ও সড়কগুলো। এ সময় তিনি ভোক্তা অধিকার আইনে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার বিক্রির দায়ে বিসমিল্লাহ রেস্টুরেন্টকে নগদ অর্থদন্ড করেন। ফুটপাত দখল করে পণ্য বিক্রি না করতে বেশ কয়েকটি দোকান মালিককে সতর্ক করে দেন। উচ্ছেদ করেন তিনটি অবৈধ স্থাপনা।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com