স্টাফ রিপোর্টার ॥ দি সিনিয়র সিটিজেন্স সোসাইটি হবিগঞ্জ জেলা শাখা ২য় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে বুধবার রাতে হবিগঞ্জ বার লাইব্রেরীতে সোসাইটির সভাপতি প্রাক্তন যুগ্ম সচিব মোঃ ফজলুর রহমানের সভাপতিত্বে এবং সংগঠনের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোস্তাক আহমেদ ও সদস্য ফরিদ উদ্দিন আহমেদের যৌথ পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন হবিগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান। বিশেষ অতিথি ছিলেন হবিগঞ্জ পৌরসভার মেয়র মিজানুর রহমান মিজান, সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক হাবিবুর রহমান, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট বদরু মিয়া বদরু, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রুহুল হাসান শরীফ, হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিক, হবিগঞ্জ ব্যবসায়ী কল্যাণ সমিতি (ব্যকস) সভাপতি শামছুল হুদা। স্বাগত বক্তব্য রাখেন প্রফেসর মুজিবুর রহমান। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ভূপিকা রঞ্জন দাস, বীর মুক্তিযোদ্ধা এমএ রব, অ্যাডভোকেট ঈমান উল্লা, প্রবীণ হিতৈষী সংঘের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার সামছুদ্দিন আহমেদ, জনতা ব্যাংকের প্রাক্তন এজিএম আব্দুর নুর প্রমূখ।
সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক কামরুল হাসান বলেন, হবিগঞ্জ শহরকে বাসযোগ্য একটি শহর হিসেবে প্রতিষ্ঠা করতে আন্তরিকভাবে কাজ করে যাবো। এই ডিসেম্বর মাসে শহর পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে। এ মাসে শহরে মানুষ যাতে দুর্গন্ধমুক্ত হয়ে চলতে পারে সেই ব্যবস্থা করে দেয়া হবে। পর্যায়ক্রমে হবিগঞ্জ শহরের ময়লা আবর্জনাগুলো বাহিরে ফেলা হবে। শহরকে একটি পরিচ্ছন্ন শহর হিসেবে গড়ে তুলতে জেলা প্রশাসক সকলের সহযোগিতা কামনা করেন। এছাড়াও জেলা প্রশাসক দি সিনিয়র সিটিজেন্স সোসাইটিকে সহযোগিতার আশ^াস দেন।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com