চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাটে ধর্ষণ মামলার প্রধান আসামি জয়নাল মিয়াকে (২৮) গ্রেফতার করেছে র্যাপিড একশন ব্যাটালিয়ান (র্যাব)-৯। সে হবিগঞ্জ সদর উপজেলার তেঘরিয়া ইউনিয়নের সীমেরগাঁও গ্রামের মৃত আলাউদ্দিনের ছেলে। গত শুক্রবার রাত ৮টার দিকে তেঘরিয়া বাজার থেকে তাকে আটক করা হয়। এ বিষয়ে র্যাব-৯ এর মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার মো. মনিরুজ্জামান বলেন- আটককৃত জয়নাল মিয়া চুনারুঘাট থানার একটি ধর্ষণ মামলায় পলাতক আসামী। ওই মামলায় প্রেক্ষিতে র্যাব অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে চুনারুঘাট থানায় সোর্পদ করে।
উল্লেখ্য, গত ২৩ জুন রবিবার রাত ৯টায় চুনারুঘাটের শ্রীকুটা গ্রামের আহাদ মিয়া তার মামাতো বোনকে মাছ কাটার কথা বলে তার বসতঘরে নিয়ে যায়। এক পর্যায়ে পূর্ব থেকে ওৎ পেতে থাকা আরোও দুই সহযোগিকে নিয়ে ১৫ বছরের কিশোরীকে ধর্ষণ করে। ঘটনার তিন দিন পর দুই ধর্ষককে পুলিশ গ্রেফতার করে। প্রধান আসামী জয়নাল মিয়া পালিয়ে যায়। ইতিপূর্বে গ্রেফতারকৃত দুই আসামী চুনারুঘাট উপজেলার শ্রীকুটা গ্রামের আন্নর আলীর ছেলে আশিক মিয়া (২৭) ও একই গ্রামের জলিল মিয়ার ছেলে আহাদ মিয়াকে (২৪) পুলিশ জেলহাজতে প্রেরণ করে। জয়নাল গ্রেফতার হওয়ার পর ওই ধর্ষণ মামলার তিন আসামীই এখন জেলহাজতে।
এ ব্যাপারে চুনারুঘাট থানায় তিন ধর্ষকের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। মামলা নং-২৬/২০১৯ইং।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com