বর্ণাঢ্য আয়োজনে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ হবিগঞ্জ জেলা শাখার ২০১৯-২০২১ সনের নবগঠিত কমিটির অভিষেক শনিবার হবিগঞ্জ শহরের স্কাই কুইন রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে নতুন কমিটির নিকট দায়িত্ব হস্তান্তর করেন সাবেক সভাপতি-সাধারণ সম্পাদক। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নতুন কমিটির সভাপতি অ্যাডভোকেট নলিনী কান্ত রায় নিরু এবং সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক শঙ্খ শুভ্র রায়।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন পূজা উদযাপন পরিষদ হবিগঞ্জের সাবেক সভাপতি পূণ্যব্রত চৌধুরী বিভু, সাবেক সাধারণ সম্পাদক অনুপ কুমার দেব মনা, বর্তমান সহ-সভাপতি অ্যাডভোকেট ত্রিলোক কান্তি চৌধুরী বিজন, সহ-সভাপতি দেবাঞ্জন ভট্টাচার্য্য বাপু, সদস্য অ্যাডভোকেট অহিন্দ্র দত্ত চৌধুরী, সদস্য শান্তি রাণী দাশ, পৌর কমিটির সভাপতি অধ্যক্ষ পার্থ প্রতীম দাশ, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তুষার মোদক, উপদেষ্টা মন্ডলীর সদস্য শংকর পাল, অ্যাডভোকেট সুদীপ বিশ্বাস, অ্যাডভোকেট রঞ্জিত দত্ত, হিরেন্দ্র দত্ত, ফনী ভূষণ দাশ, নিরঞ্জন সাহা নীরু, অ্যাডভোকেট নিলাদ্রী শেখর পুরকায়স্থ টিটু, অর্পনা বালা পাল, অ্যাডভোকেট স্বরাজ রঞ্জন বিশ্বাস, স্বপন লাল বণিক, বিশ্বজিত বণিক চন্দন, গৌতম রায়, ঝন্টু পুরকায়স্থ, অ্যাডভোকেট নারদ গোপ, অর্জুন রায়, গৌরী রায়, সুজিত পাল, রেখা রাণী রায়, দিপ্তী রাণী মোদক ও অমীয় রায়সহ সকল উপজেলা ও পৌর পূজা উদযানপন পরিষদের সভাপতি/সাধারণ সম্পাদকবৃন্দ।
অনুষ্ঠানে সংগঠনের উন্নয়নে জেলা আওয়ামী লীগ সভাপতি অ্যাডভোকেট মোঃ আবু জাহির এমপি’র পক্ষ থেকে ৫০ হাজার টাকা অনুদানের চেক তুলে দেন তার ব্যক্তিগত সহকারী সুদীপ দাস। এছাড়া জেলা পূজা উদযাপন পরিষদের সদস্য অলক দত্ত বাবুর মা স্বর্গীয়া শোভনা দত্ত ও সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শুধাংশু সূত্রধরের মা প্রীতিলতা সূত্রধরের মৃত্যুতে শোক প্রস্তাব গৃহীত হয়।
অনুষ্ঠানের শুরুতেই পবিত্র গীতা পাঠ করেন পংকজ ভট্টাচার্য্য। পরে মধ্যাহ্নভোজ অনুষ্ঠিত হয়। বিজ্ঞপ্তি
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com