স্টাফ রিপোর্টার ॥ মোটর সাইকেল চোর, ছিনতাইকারী, মাদক ব্যবসায়ীসহ অপরাধীদের নির্মূল করা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে হবিগঞ্জ সদর থানার নবাগত ওসি মাসুক আলী থানার সকল পুলিশ সদস্যকে নিয়ে মতবিনিময় সভা করেছেন। সভা শেষে ওসির নেতৃত্বে একদল পুলিশ শহরে মোটর সাইকেল মহড়া দেয়। শনিবার বিকালে সদর থানার আইন-শৃঙ্খলা স্বাভাবিক রাখাসহ শহরে অপরাধমূলক কর্মকান্ড নির্মূল করার জন্য অফিসারদের সাথে আলোচনা সভা করেন ওসি। এ সময় সদর থানার সকল অফিসার ও পুলিশ আইনশৃঙ্খলা উন্নয়ন ও অপরাধ নির্মূল করার জন্য ঐক্যবদ্ধ হয়ে কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
এদিকে সন্ধ্যা পর্যন্ত সদর থানা থেকে বিভিন্ন স্থানে মহড়া শুরু করে পুলিশ। এ সময় ওসির সাথে ছিলেন ওসি (তদন্ত) জিয়াউর রহমান, কোর্ট স্টেশন পুলিশ ফাঁড়ির ইন্সপেক্টর গোলাম কিবরিয়া, এসআই অমিতাব, আব্দুর রহিম, জুয়েল সরকার, মোজাম্মেল হক, সাইদুর রহমান, মোঃ আলমগীর, এএসআই সরোয়ার, রিপন প্রমূখ। ওসি জানান, অপরাধীদেরকে আতঙ্কে রাখার জন্য পুলিশের মহড়া দেয়া হয়েছে। মহড়ার কারণে অপরাধীরা অপরাধ করতে সাহস পাবে না। আবার কেউ কেউ শহর ছেড়ে গা ঢাকা দিবে।
পুলিশ সদস্যদের নিয়ে মতবিনিময় সভা
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com