চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাটে পাঁচ কেজি গাঁজাসহ উজ্জল মিয়া (২৩) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। আটক উজ্জল দেওরগাছ ইউনিয়নের রাজলক্ষ্মীপুর গ্রামের জমরুত মিয়ার ছেলে। শনিবার সকালে চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ (ভারপ্রাপ্ত) আলী আশরাফের নেতৃত্বে এসআই অলক বড়–য়াসহ একদল পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে পৌর শহরের বাল্লা রোড এলাকা থেকে তাকে আটক করে। উজ্জল মিয়াকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
পুুলিশ জানায়, উজ্জল মিয়া দীর্ঘদিন যাবত গাঁজা ব্যবসা করে আসছে। তার বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। আটককৃত গাঁজার মূল্য প্রায় ৫০ হাজার টাকা হবে।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com