স্টাফ রিপোর্টার ॥ স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন উপলক্ষে জেলা প্রশাসন হবিগঞ্জের উদ্যোগে ব্যাপক কর্মসূচি গ্রহণ করা হয়েছে। কর্মসূচির মধ্যে রয়েছে জেলা স্বাস্থ্য বিভাগ, বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন, স্বাধীনতা চিকিৎসক পরিষদ, কেমিস্ট এন্ড ড্রাগিস্ট এসোসিয়েশন ও ফার্মাসিউটিক্যালস এসোসিয়েশন হবিগঞ্জের সক্রিয় অংশগ্রহণ ও সহযোগিতায় জাতীয় কর্মসূচির পাশাপাশি স্বেচ্ছায় রক্তদান, ফ্রি ব্লাড গ্রুপিং, ফ্রি মেডিকেল ক্যাম্প, ফিজিও থেরাপি, সুন্নতে খতনা ও বিনামূল্যে ওষুধ বিতরণসহ নানা সেবামূলক কর্মসূচি বাস্তবায়ন করা হবে। এ উপলক্ষে আজ রবিবার সকাল ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক প্রস্তুতি সভা আহবান করা হয়েছে। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ফজলুল জাহিদ পাভেল স্বাক্ষরিত এক পত্রে উক্ত সভায় উপস্থিত থেকে মূল্যবান মতামত ও পরামর্শ প্রদানের আহবান জানাতে অনুরোধ করা হয়।