স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার দীঘলবাগ গ্রামে তোতা মিয়া হত্যা মামলা আপোসের টাকার ভাগ-বাটোয়ারা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে মহিলাসহ ২০ জন আহত হয়েছে। শনিবার দুপুর ২টা থেকে ৩টা পর্যন্ত এ সংঘর্ষ চলে। সংঘর্ষে বাড়িঘরে হামলা, ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটে।
আহত সূত্রে জানা যায়, ওই গ্রামের তোতা মিয়া সংঘর্ষে মারা যায়। এ ঘটনাটি সাবেক উপজেলা চেয়ারম্যান সৈয়দ আহমুদুল হকসহ অন্যান্য জনপ্রতিনিধিগণ আপোসে মিমাংসা করে দেন এবং আপোষের টাকা নিহত তোতা মিয়ার পুত্র আব্দুল কাইয়ুমকে দেয়া হয়। এ টাকার উপর ভাগ চায় আব্দুল মালেক ও শাহিদ মিয়া নামের দুই ব্যাক্তি। এ টাকার ভাগ ভাটোয়ারা নিয়ে গতকাল তাদের মাঝে বাক-বিতন্ডা হয়। এক পর্যায়ে উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। খবর পেয়ে সদর থানার ওসি (তদন্ত) জিয়াউর রহমানের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। গুরুতর আহত অবস্থায় আউয়াল মিয়া (৩৫), শহীদ মিয়া (৭৫), মনিরা বেগম (২৮), জহিরুল ইসলাম (২০), আব্দুল আউয়াল (৪৫), মধু মিয়া (৭০), সৈয়দ আলী (৪৫), কালাম মিয়া (৩২), শাহজাহান মিয়া (৩০), পারভিন আক্তার (২৮), মোতাব্বির (২২), মজিদ (৫০), কদ্দুছ (২৫), বারিক (৬৫), সুমন (২০), কবির (৪৫), সফিক মিয়াকে (৪০) হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যান্যদেরকে স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হয়। ওসি জানান, পরিস্থিতি বর্তমানে শান্ত রয়েছে। ফের সংঘর্ষ এড়াতে পুলিশ মোতায়েন করা হয়েছে।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com