স্টাফ রিপোর্টার ॥ বীর মুক্তিযোদ্ধা ও বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ হবিগঞ্জ জেলা ইউনিটের সাবেক কমান্ডার অ্যাডভোকেট মোহাম্মদ আলী পাঠানের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন হবিগঞ্জের জেলা প্রশাসক ও মুক্তিযোদ্ধা সংসদ হবিগঞ্জ জেলা ইউনিটের ভারপ্রাপ্ত কমান্ডার মোহাম্মদ কামরুল হাসান।
এক শোকবার্তায় জেলা প্রশাসক বলেন, বিজয় মাসের প্রাক্কালে জাতির এই শ্রেষ্ঠ সন্তানের মৃত্যুতে আমরা মর্মাহত। আমি শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাই এবং মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি। আল্লাহ যেন তাকে বেহেশত নসিব করেন। আমি হবিগঞ্জ জেলায় যোগদানের পর সর্বপ্রথম মতবিনিময় করি বীর মুক্তিযোদ্ধাদের সাথে। সেখানে অ্যাডভোকেট মোহাম্মদ আলী পাঠানের বক্তব্য আমাকে মুগ্ধ করেছিল। অল্প সময়ের পরিচয়ে আমার মনে হয়েছে, তিনি ছিলেন মুক্তিযোদ্ধাদের সত্যিকারের একজন নেতা। তিনি সব সময় মুক্তিযোদ্ধাদের বিভিন্ন বিষয় নিয়ে কথা বলতেন। নিজের বিষয়ে কোন কথা বলেননি। তার এই মৃত্যু আমাদের জন্য অপূরণীয় ক্ষতি। তিনি ছিলেন সকলের নিকট উদাহরণ যোগ্য।
শোকবার্তায় জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান বললেন
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com