বীর মুক্তিযোদ্ধা ও বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ হবিগঞ্জ জেলা ইউনিটের সাবেক কমান্ডার অ্যাডভোকেট মোহাম্মদ আলী পাঠানের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সমবায় বিষয়ক সম্পাদক, হবিগঞ্জ জেলা বিএনপির সিনিয়য় যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব জি কে গউছ। সংবাদপত্রে প্রেরিত এক শোক বার্তায় তিনি মহান আল্লাহর দরবারে মরহুমের রুহের মাগফেরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবার পরিজনের প্রতি সমবেদনা জানান।
জি কে গউছ বলেন- বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মোহাম্মদ আলী পাঠান ছিলেন একজন ভাল মনের মানুষ। আমি ২০০৪ সালে প্রথম হবিগঞ্জ পৌরসভার চেয়ারম্যান নির্বাচিত হয়েই জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাদের প্রতি বছর সংবর্ধনা দেয়ার রীতি প্রচলন করেছিলাম। স্থানীয় সরকার প্রতিষ্ঠান হিসেবে হবিগঞ্জ পৌরসভা সারাদেশের মধ্যে প্রথম এই সংবর্ধনা প্রদান করে। এই সংবর্ধনা অনুষ্ঠান আয়োজন করতে আমাকে পরামর্শ দিয়ে সহায়তা করতেন অ্যাডভোকেট মোহাম্মদ আলী পাঠান। এছাড়াও পৌরসভার বিভিন্ন বিষয়ে তিনি আমাকে পরামর্শ দিতেন। বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মোহাম্মদ আলী পাঠানের মৃত্যুতে আমাদের অপূরণীয় ক্ষতি হয়ে গেলো। হবিগঞ্জবাসী একজন ভাল মানুষকে হারালো। বিজ্ঞপ্তি
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com