স্টাফ রিপোর্টার ॥ আগামী ৭ ডিসেম্বর জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির ত্রি-বার্ষিক কেন্দ্রীয় সম্মেলন সফল করার লক্ষ্যে হবিগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক পার্টির কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকালে হবিগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।
জেলা স্বেচ্ছাসেবক পার্টির নেতা তাজ উদ্দিন আহমেদ বাবুলের সভাপতিত্বে এবং শামছুল ইসলাম ও মিলাদ হোসেন সুমনের পরিচালনায় অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির সিলেট বিভাগীয় সাংগঠনিক উপ-কমিটির আহ্বায়ক আবু সাইদ স্বপন। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির সিলেট বিভাগীয় সাংগঠনিক উপ-কমিটির সদস্য সচিব মহিবুল কাদির চৌধুরী পিন্টু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় যুব সংহতির কেন্দ্রীয় যুগ্ম সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট শিবলী খায়ের, জাতীয় আইনজীবী ফেডারেশেনের কেন্দ্রীয় যুগ্ম সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট সাদিকুর মিয়া তালুকদার, জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির কেন্দ্রীয় সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য আজমল হোসেন জিতু, এম এ কাইয়ুম, জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির সিলেট জেলা শাখার সদস্য সচিব আবুল কালাম তাপাদার, জাতীয় কৃষক পার্টির হবিগঞ্জ জেলা শাখার সভাপতি গাজী মিছবা উদ্দিন, জাতীয় সৈনিক পার্টির জেলা সভাপতি তালেব আলী। সম্মেলনে বক্তব্য রাখেন জাপা নেতা হাজী ফরিদ উদ্দিন, জালাল উদ্দিন আহমেদ, মুহিত চৌধুরী, মুরাদ আহমেদ, ফুল মিয়া, আব্দুল কাহার, আব্দুল হাই, দুলাল মিয়া, আমরোজ মিয়া, কাজাল মিয়া, মাস্টার নজরুল ইসলাম, রুবেল মিয়া, মৌলদ মিয়া, খালেদ আহমেদ, ইউসুফ আলী, শামীম আহমেদ চৌধুরী, জুবায়ের আহমেদ, বাবলু মিয়া, মনর উদ্দিন, কাছাব উদ্দিন, তোফায়েল আহমেদ প্রমুখ।
সম্মেলনে তাজ উদ্দিন আহমেদ বাবুলকে আহ্বায়ক করে ৫১ সদস্য বিশিষ্ট জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির হবিগঞ্জ জেলা কমিটি গঠন ঘোষণা করা হয়।