স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের কুখ্যাত মাদক ব্যবসায়ী জুয়েল মিয়াকে (৩০) মাদকসহ গ্রেফতার করেছে ডিবি পুলিশ। এ সময় তার কাছ থেকে ভারতীয় নিষিদ্ধ ১০ বোতল অফিসার চয়েজ উদ্ধার করা হয়েছে। সোমবার রাত সাড়ে ৮টায় ডিবি পুলিশের এসআই দেবাশীষ দাশ ও মোজাম্মেল হকের নেতৃত্বে একদল পুলিশ শহরের গরুর বাজার এলাকায় অভিযান চালিয়ে মাদক বিক্রিকালে তাকে আটক করেন। আটক জুয়েল শহরের যশেরআব্দা এলাকার আনোয়ার হোসেনের পুত্র। এ ব্যাপারে ডিবি’র এসআই দেবাশীষ বাদী হয়ে তার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছেন।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com