দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে বিএনপির প্রতিবাদ সমাবেশে জি কে গউছ

স্টাফ রিপোর্টার ॥ বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সমবায় বিষয়ক সম্পাদক, হবিগঞ্জ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব জি কে গউছ বলেছেন- ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার সর্বক্ষেত্রে রাষ্ট্র পরিচালনায় ব্যর্থ হয়েছে। পেঁয়াজের দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে সরকার দেশবাসীর সাথে তামাশা করছে। সরকারের বাণিজ্য মন্ত্রী সংসদে বলছেন পেঁয়াজের বাজার নিয়ন্ত্রণে আছে। এসব বক্তব্যের মাধ্যমে সরকার পেঁয়াজের দাম বাড়াতে ব্যবসায়ীদের উৎসাহিত করছে। সরকারের মন্ত্রীদের বাজারে নজরদারী নেই। ফলে যে যার মত করে লুটপাট করছে। তিনি গতকাল সোমবার সকাল সাড়ে ১১টায় শায়েস্তানগরস্থ বিএনপির কার্যালয়ের সামনে পেঁয়াজ সহ দ্রব্যমূল্যের লাগামহীন উর্ধ্বগতির প্রতিবাদে হবিগঞ্জ জেলা বিএনপির প্রতিবাদ সমাবেশে এসব কথা বলেন।
তিনি বলেন- বাংলাদেশ সৃষ্টির পর ২৮০ টাকা কেজি পেঁয়াজের দাম হয়নি। দেশের মধ্যবিত্ত ও নি¤œবিত্ত মানুষকে এক কেজি পেঁয়াজ ক্রয় করতে হিমশিম খেতে হচ্ছে। খালেদা জিয়ার মুক্তি ছাড়া দেশের গণতন্ত্র ফিরে আসবে না। আর গণতন্ত্র ফিরে না এলে দেশে জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে না।
জেলা বিএনপি নেতা গোলাম মোস্তফা রফিকের সভাপতিত্বে ও জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোঃ মিজানুর রহমান চৌধুরীর পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন সদর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আজিজুর রহমান কাজল, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক নুরুল ইসলাম নানু, যুগ্ম আহ্বায়ক তাজুল ইসলাম চৌধুরী ফরিদ, জেলা যুবদলের সাধারণ সম্পাদক জালাল আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক সফিকুর রহমান সিতু, জেলা স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত সভাপতি জহিরুল হক শরীফ, সাধারণ সম্পাদক সৈয়দ মুশফিক আহমেদ, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফাতেমা ইয়াসমিন, জেলা জাসাস সভাপতি মিজানুর রহমান চৌধুরী, সাধারণ সম্পাদক শাহ ফারুক আহমেদ, জেলা শ্রমিক দলের যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল এ চৌধুরী, উলামা দল নেতা অ্যাডভোকেট মোঃ ইলিয়াছ, জেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি জিল্লুুর রহমান, সাধারণ সম্পাদক রুবেল আহমেদ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক শাহ রাজীব আহমেদ রিংগন প্রমুখ।