চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাট উপজেলার পাইকপাড়া ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান-১ আব্দুল আওয়াল জনকল্যাণমূলক কর্মকান্ডে বিশেষ অবদান রাখায় বাংলাদেশ ঐতিহ্য সংরক্ষণ ও গবেষণা কেন্দ্রের পক্ষ থেকে তাকে আন্তর্জাতিক শান্তি পদক-২০১৯ প্রদান করা হয়েছে। গত ১৫ নভেম্বর বিকাল ৪টায় সিলেট দরগা গেইটস্থ সাহিত্য হলরুমে বাংলাদেশ ঐতিহ্য সংরক্ষণ ও গবেষণা কেন্দ্রের আয়োজনে ও বীর মুক্তিযোদ্ধা গোলাম মাওলা খান ফাউন্ডেশনের সহযোগিতায় আন্তর্জাতিক শান্তি দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে পাইকপাড়া ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান-১ আব্দুল আওয়ালকে এ পদক প্রদান করা হয়। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ঐতিহ্য সংরক্ষণ ও গবেষণা কেন্দ্রের সভাপতি ভাষাসংগ্রামী, সিনিয়র সাংবাদিক ও চলচ্চিত্রকার মোঃ রফিকুজ্জামান, সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী খান, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সচিব আনোয়ার আহমেদ প্রমুখ। প্যানেল চেয়ারম্যান আব্দুল আওয়াল চুনারুঘাট উপজেলার জোয়ারমাগুরউন্ডা গ্রামের আলহাজ্ব আকবর আলীর সুযোগ্য সন্তান। তিনি ২য় বারের মত পাইকপাড়া ইউনিয়নের ১নং ওয়ার্ডের ইউপি সদস্য ও প্যানেল চেয়ারম্যান-১ হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। তিনি এ পদক পাওয়ায় সকলের নিকট দোয়া কামনা করেন।