স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় মাটিচাপায় কাছম আলী (৪৫) নামে এক দিনমজুর নিহত হয়েছেন। শনিবার সকাল ৯টার দিকে উপজেলার রানীগাঁও গ্রামে এ ঘটনা ঘটে। নিহত কাছম আলী রানীগাঁও ইউনিয়নের ইসলামপুর গ্রামের মৃত আ. মতলিবের ছেলে।
স্থানীয় সূত্র জানায়, রানীগাঁও গ্রামের চেরাগ আলীর বাড়িতে মাটির ঘর ভাঙার কাজ করছিলেন কাছম আলী। হঠাৎ করে ঘর ভেঙে মাটিতে চাপা পড়ে কাছম আলী মারা যান।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com