মানবতার মুক্তির দূত মহানবী হযরত মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পবিত্র শুভাগমন উপলক্ষে আহলে সুন্নাত ওয়াল জামআত বাংলাদেশ হবিগঞ্জ জেলার উদ্যোগে গতকাল শনিবার সকাল ১০টায় বিশাল জশনে জুলুছে পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুষ্ঠিত হয়েছে। পীরজাদা আলহাজ্ব শাহ্ জালাল আহমদ আখঞ্জীর সভাপতিত্বে ও অধ্যক্ষ গোলাম সরওয়ার, অধ্যক্ষ শহীদুল ইসলাম, কাজী মাওলানা সাইফুল মোস্তফার যৌথ সঞ্চালনায় পবিত্র জুলুস পূর্ববর্তী বিশাল সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব অ্যাডভোকেট আবু জাহির। বিশেষ অতিথি ছিলেন হবিগঞ্জ পৌরসভার মেয়র মোঃ মিজানুর রহমান মিজান, হবিগঞ্জ সদর উপজেলা চেয়ারম্যান মোঃ মোতাচ্ছিরুল ইসলাম, পীর মুফতি গিয়াস উদ্দিন আত্ব-তাহেরী প্রমূখ। সকাল ১০টার মধ্যেই বৈরী আবহাওয়া উপেক্ষা করে জেলার প্রত্যন্ত এলাকা থেকে হাজার হাজার আশিকে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন ব্যানার ফেস্টুন নিয়ে গাড়ী বহর করে সমাবেশস্থলে উপস্থিত হন।
প্রধান অতিথির বক্তব্যে এমপি আবু জাহির বলেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা জাহানের কুল মাখলুকাতের জন্য রহমত। সুতরাং তাঁর আদর্শে সকল মুমিনদের জীবন সাজানো প্রয়োজন। বর্তমান সরকার ধর্মীয় বিবেচনায় অনেক জনহিতকর কাজ করে যাচ্ছে। পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাষ্ট্রীয়ভাবে পালন করার ঘোষণা দেওয়া হয়েছে।
অন্যান্য অতিথিবৃন্দ বলেন, জশনে জুলুসে পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাংলাদেশে ১৯৭৪ সালে সর্বপ্রথম শুরু হয়েছিল জামানার মুজাদ্দিদ আ’লে রাসুল সৈয়দ মুহাম্মাদ তৈয়্যব শাহ্ রাহমাতুল্লাহি আলাইহির মোবারক নির্দেশনায়। বিশ্বের সর্ববৃহৎ জুলুস অনুষ্ঠিত হয় বাংলাদেশের চট্টগ্রামে। এখন এই জুলুছ বিশ্বের প্রতিটি মুসলিম দেশে খুবই গুরুত্বের সাথে পালিত হচ্ছে। আমাদের উচিত জুলুসকে সুন্নীয়তের ঐক্য হিসেবে রূপদান করা। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- সাবেক পিপি অ্যাডভোকেট আকবর হোসেন জিতু, বাংলাদেশ ইসলামী ফ্রন্টের সাংগঠনিক সচিব মাওলানা আলী মুহাম্মাদ চৌধুরী, সাহিত্য ও সাংস্কৃতিক সচিব মাওলানা সোলাইমান খাঁন রব্বানী, ঢাকা ক্বাদেরীয়া আলীয়ার মুহাদ্দিছ মাহমুদুর রহমান চিশতী, হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান মাহবুবুর রহমান আউয়াল, মাওলানা আজিজুল ইসলাম খাঁন, ডাঃ মোঃ ফারুক মিয়া, মাওলানা মহিউদ্দিন নঈমী, মাওলানা আবুল খায়ের সানু, মাওলানা তাহের উদ্দিন, মুফতি আবু সাফওয়ান আশরাফুল ওয়াদুদ, মাওলানা নাসির উদ্দিন, মাওলানা মুফতি মুসলিম খাঁন, জাহিদুল ইসলাম বিএসসি, সৈয়দ মামুনুর রশিদ, মাওলানা আব্দুল আলিম, মাওলানা আব্দুর রাজ্জাক, মাওলানা মুসাহিদ আলী, মাওলানা খাইরুদ্দিন, মাওলানা হারুনুর রশিদ, মাওলানা মুজিবুর রহমান, মাওলানা নিজাম উদ্দিন, মোঃ আব্দুল ওয়াদুদ, যুবনেতা মোঃ হাবিবুর রহমান, মাস্টার ইদ্রিছ আলী, ছাত্রনেতা হাবিবুর রহমান, সৈয়দ মুহাম্মাদ আলী প্রমূখ নেতৃবৃন্দ। প্রেস বিজ্ঞপ্তি
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com