স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জের মাধবপুর উপজেলায় সরকারি খালের উপর প্রভাবশালীদের নির্মিত দুটি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। শনিবার বিকালে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আয়েশা আক্তার অভিযান চালিয়ে দুটি আধাপাকা ঘর উচ্ছেদ করেন।
সূত্র জানায়, ধর্মঘর ইউনিয়ন পরিষদের পাশ দিয়ে বয়ে যাওয়া সরকারি খালের উপর অবৈধভাবে দুটি আধাপাকা ঘর নির্মাণ করেন সন্তোষপুর গ্রামের ইউনুছ আলী ও সাইফুল ইসলাম। গত ৩ নভেম্বর এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাশনুভা নাশতারান বরাবর অভিযোগ করেন স্থানীয় এক ব্যক্তি। অভিযোগের পর তদন্তক্রমে এ অভিযান পরিচালনা করা হয়। সহকারী কমিশনার (ভূমি) আয়েশা আক্তার জানান, সরকারি জায়গায় স্থাপনা নির্মাণের ফলে এলাকার পানি নিষ্কাশন বন্ধ হওয়াসহ বিভিন্ন সমস্যার সৃষ্টি হয়। যে কারণে আধাপাকা ঘর দুটি উচ্ছেদ করা হয়েছে। অভিযানকালে ওই এলাকায় আরও কয়েকটি অবৈধ স্থাপনা সনাক্ত করা হয়েছে। নিজ উদ্যোগে অপসারণ করা না হলে এগুলোও উচ্ছেদ করা হবে বলে জানিয়েছেন তিনি।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com