স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জের সিনিয়র আইনজীবী ও বঙ্গবন্ধু পরিষদ সভাপতি অ্যাডভোকেট আবুল খায়েরের উদ্যোগে চুনারুঘাট উপজেলার জারুলিয়া বাজার জামে মসজিদে পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.) উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে শনিবার ওই মসজিদে আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মসজিদ কমিটির সভাপতি এ এস এম ফরহাদ হোসেনের সভাপতিত্বে সভায় মসজিদের ইমাম এবং আলেমগণ বয়ান পেশ করেন। পরে মিলাদ ও দোয়া মাহফিল শেষে তবারক বিতরণ করা হয়। এলাকার শত শত মুসল্লি মিলাদুন্নবীর অনুষ্ঠানে অংশ নেন।
অ্যাডভোকেট আবুল খায়ের জানান, মসজিদটি তার মরহুম পিতা আলহাজ¦ আবুল হোসেন প্রতিষ্ঠা করেন। প্রতি বছরই তারা সেখানে মিলাদুন্নবীসহ বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান পালন করে থাকেন।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com