স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের ২নং পুল এলাকা থেকে ৩ ইভটিজারকে আটক করেছে সদর মডেল থানা পুলিশ। গতকাল বুধবার সকাল ১০টায় গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। আটককৃতরা হলো- ২নং পুল এলাকার আব্দুল মতিনের পুত্র সাইফুল ইসলাম (১৮), একই এলাকার রফিক মিয়ার পুত্র আব্দুল আজিজ (১৭) ও বহুলা গ্রামের হারুন মিয়ার পুত্র সুবল মিয়া (১৮)।
পুলিশ জানায়, আটককৃতরা দীর্ঘদিন ধরে ওই এলাকায় স্কুলে আসা যাওয়ার পথে ছাত্রীদের উত্ত্যক্ত করে আসছিল। গতকাল সকালে ছাত্রীদের উত্ত্যক্ত করার সময় তাদেরকে আটক করা হয়। পরে রাত ১২টার দিকে ওই যুবকদের তাদের অভিভাবকদের জিম্মায় ছেড়ে দেয়া হয়। হবিগঞ্জ সদর মডেল থানার ওসি মোঃ মাসুক আলী জানান, প্রথমবারের মত তাদেরকে সতর্ক করে ছেড়ে দেয়া হয়েছে। পরবর্তীতে একই ঘটনা করলে ছাড়া দেয়া হবে না।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com