মোহাম্মদ শাহ্ আলম ॥ অজ্ঞান পার্টির খপ্পরে অর্থকড়ি হারিয়েছেন কামাল মিয়া (৫০) নামে এক ব্যক্তি। মুমূর্ষ অবস্থায় শায়েস্তাগঞ্জ নতুন ব্রীজ থেকে তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে তাকে ভর্তি করা হয়েছে। কামাল মিয়া মাধবপুর উপজেলার ছাতিয়াইন ইউনিয়নের নোয়াগাঁও গ্রামের মৃত আমির হোসেনের পুত্র। গতকাল বুধবার সকাল ১১টায় স্থানীয় লোকজন নতুন ব্রীজ এলাকা থেকে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।
জানা যায়, কামাল মিয়া মৌলভীবাজার তার আত্মীয়ের বাড়িতে বেড়াতে গেলে গতকাল বুধবার সকালে তিনি একটি বাসযোগে দরগা গেইট এলাকার উদ্দেশ্যে রওনা দেন। পথিমধ্যে মিরপুর নামক স্থানে অজ্ঞান পার্টির খপ্পরে অর্থকড়ি হারান।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com