ক্রীড়াঙ্গনের উন্নয়নে কাজ করতে চাই ॥ জেলা প্রশাসক
সুন্দর সমাজ বিনির্মাণে খেলাধূলার বিকল্প নেই ॥ পুলিশ সুপার
স্টাফ রিপোর্টার ॥ এক সময়ের সুযোগ সুবিধা আর অবকাঠামোর অভাবে অবহেলিত ছিল হবিগঞ্জের ক্রীড়াঙ্গন। এখন হয়েছে আধুনিক স্টেডিয়াম। উন্নতমানের আবাসনের জন্য রয়েছে প্যালেসের মত বিলাসবহুল রিসোর্ট। তারপরও ক্রীড়াঙ্গনে প্রত্যাশিত গতি আসছে না। গতকাল বুধবার সন্ধ্যায় হবিগঞ্জ আধুনিক স্টেডিয়ামে জেলা ক্রীড়া সংস্থার কনফারেন্স রুমে হবিগঞ্জের নবাগত জেলা প্রশাসক কামরুল হাসানকে বরণ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বিষয়টি সকলের নজরে আনলে অনুষ্ঠানের প্রধান অতিথি এমপি অ্যাডভোকেট মোঃ আবু জাহির বলেন, ‘আমি ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ছিলাম। তখন থেকেই চেষ্টা ছিল আধুনিক স্টেডিয়াম করার। পরে সকলের সহযোগিতায় এমপি হওয়ায় এই স্টেডিয়াম করতে পেরেছি। ক্রীড়াঙ্গনের উন্নয়নে যা প্রয়োজন আমি করব। সব ধরনের সহযোগিতা থাকবে।’ তিনি নবাগত জেলা প্রশাসককেও এ ব্যাপারে উদ্যোগ নেয়ার আহবান জানান।
সংবর্ধিত ব্যক্তিত্ব ও নবাগত জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসানও জেলার ক্রীড়াঙ্গনের উন্নয়নে কাজ করতে চান। বিশেষ করে তরুণদের জন্য উদ্যোগ নেয়ার আশ^াস দেন তিনি। তিনি নিজেও মাঠে এসে খেলাধূলায় অংশ নিতে আগ্রহ প্রকাশ করলে সবাই তাঁকে হাততালি দিয়ে অভিনন্দন জানান।
বিশেষ অতিথি পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যা বলেন, সুন্দর সমাজ বিনির্মাণে খেলাধূলার বিকল্প নেই। পুলিশ প্রশাসন নিয়মিত কাজের বাহিরে শিক্ষা ও খেলাধূলার উন্নয়নে কাজ করছে। তিনিও ক্রীড়াঙ্গনের উন্নয়নে তার সহযোগিতার প্রতিশ্রতি দেন।
জেলা প্রশাসক পদাধিকার বলে জেলা ক্রীড়া সংস্থার সভাপতি। সে হিসেবে বরণ ও বিদায় অনুষ্ঠানের আয়োজন একটি স্বাভাবিক প্রক্রিয়া হলেও গতকালের অনুষ্ঠানটি ছিল ক্রীড়াঙ্গনের মিলন মেলা। শুধু জেলা ক্রীড়া সংস্থার নেতৃবৃন্দই উপস্থিত ছিলেন না, ছিলেন সাধারণ পরিষদের সদস্য, জেলা ফুটবল এসোসিয়েশনের নেতৃবৃন্দ, রেফারী, ক্লাব প্রতিনিধি ও বিভিন্ন উপজেলার ক্রীড়া সংগঠকরাও।
অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক অমিতাভ পরাগ তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন কলি, সহ-সভাপতি অ্যাডভোকেট আলমগীর চৌধুরী, আব্দুর রহমান, অ্যাডভোকেট এনামুলক হক সেলিম, শঙ্খ শুভ্র রায়, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সুলতান মাহমুদ ও সফিকুজ্জামান হিরাজসহ বিভিন্ন পর্যায়ের সংগঠকবৃন্দ।
অনুষ্ঠানে নবাগত জেলা প্রশাসক কামরুল হাসানকে ফুল দিয়ে বরণ করেন প্রধান অতিথি এমপি অ্যাডভোকেট মোঃ আবু জাহির।