অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাবার তৈরীর দায়ে অর্থদন্ড
স্টাফ রিপোর্টার, মাধবপুর থেকে ॥ ঢাকা-সিলেট মহাসড়কের মাধবপুরে মুক্তিযোদ্ধা চত্ত্বর এলাকায় ‘হোটেল কিছুক্ষণ’-এ ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে ৭ হাজার টাকা জরিমানা করেছে। বুধবার বিকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা তাসনূভা নাশতারান ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অনুসারে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাবার তৈরীর দায়ে ৭ হাজার টাকা জরিমানা করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান- এ অভিযান অব্যাহত থাকবে।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com