নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০১৯ইং এর উদ্বোধন করেছেন নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা তৌহিদ-বিন হাসান। ‘সচেতনতা, প্রশিক্ষণ ও প্রস্তুতি ভুমিকম্প মোকাবেলার সর্বোত্তম উপায়’ এই প্রতিপাদ্য শ্লোগানকে সামনে নিয়ে গতকাল বুধবার সকালে জাতীয় ও ডিফেন্সের পতাকা উত্তোলনের মাধ্যমে সপ্তাহব্যাপী অনুষ্ঠানের উদ্বোধন করেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ফায়ার স্টেশনের ভূমিদাতা বিশিষ্ট শিল্পপতি সাহিদ মিয়া, পৌরসভার প্যানেল মেয়র-১ এটিএম সালাম, নবীগঞ্জ ফায়ার স্টেশনের লিডার ফজর আলী, আবু তাহের প্রমূখ। অনুষ্ঠানমালার মধ্যে রয়েছে দমকল বাহিনীর শহরে শো-ডাউন, আগুন ও দুর্যোগ মোকাবেলায় বিভিন্ন মহড়া প্রদর্শন।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com