চুনারুঘাট প্রতিনিধি ॥ হবিগঞ্জের চুনারুঘাট পৌর এলাকার উত্তরবাজারে ট্রাকের সাথে ধাক্কা লেগে গুরুতর আহত মোটর সাইকেল আরোহী রাজু মিয়া ৪ দিন চিকিৎসাধীন থাকার পর মারা গেছে। রবিবার সকাল ৬টায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়। নিহত যুবক উপজেলার মধ্যনরপতি গ্রামের মহরম আলীর ছেলে।
উল্লেখ্য, চুনারুঘাট সদর ইউনিয়নের শ্রীকুটা থেকে চুনারুঘাট বাজারে আসার পথে গত বুধবার রাত ৯টার দিকে উত্তর বাজারের সিএনজি স্টেশনের সন্নিকটে পৌঁছামাত্র বিপরীতগামী একটি গাছ বোঝাই ট্রাকের চাপায় ঘটনাস্থলেই মোটর সাইকেল আরোহী হৃদয় চন্দ্র দেবনাথ (১৫) নিহত হয়। এ ঘটনায় রাজু গুরুতর আহত হয়েছিল।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com