এসএম সুরুজ আলী ॥ বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) এর ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে রবিবার হবিগঞ্জ সদর উপজেলার ধুলিয়াখালস্থ ৫৫বিজিবি’র প্রধান কার্যালয়ে প্রীতিভোজ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে প্রতিষ্ঠাবার্ষিকী কেক কাটেন বিজিবি সরাইল রিজিওনের ডেপুটি রিজিওন কমান্ডার কর্ণেল আরেফীন তালুকদার পিএসসি-এলএসসি। বিশেষ অতিথি ছিলেন শ্রীমঙ্গল সেক্টরের কমান্ডার কর্ণেল যোবায়ের হাসনাত, হবিগঞ্জ ব্যাটালিয়নের কমান্ডার কর্ণেল জাহিদুর রশীদ পিএসসি, হবিগঞ্জের নবাগত জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান, পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যা বিপিএম পিপিএম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মর্জিনা আক্তার, হবিগঞ্জ প্রেসক্লাব সভাপতি হারুনুর রশিদ চৌধুরীসহ প্রশাসনের বিভিন্ন সেক্টরের কর্মকর্তা রাজনৈতিক নেতৃবৃন্দসহ বিশিষ্টজনেরা।
বিজিবি সূত্র জানায়, ২০১৩ সালের ৩ নভেম্বর তৎকালীন মহাপরিচালকের পতাকা উত্তোলনের মধ্য দিয়ে ‘সীমান্তের অতন্দ্র প্রহরী’ এ মূলমন্ত্রে দীক্ষিত হয়ে হবিগঞ্জ ব্যাটালিন (৫৫ বিজিবি) শ্রীমঙ্গল সেক্টরের অধীনে প্রতিষ্ঠা লাভ করে। গত ৩১ জুলাই ব্যাটালিয়নের অস্থায়ী অবস্থান শ্রীমঙ্গল থেকে ব্যাটালিয়নের জন্য নির্ধারিত স্থান হবিগঞ্জে আগমন করে। প্রতিষ্ঠা লাভের পর থেকে সাংবাদিকসহ সকলের সহযোগিতায় এ ব্যাটালিয়ন হবিগঞ্জ জেলার মাধবপুর ও চুনারুঘাট উপজেলা ও মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলাসহ মোট ১২২.৫ কিলোমিটার এলাকায় সীমান্ত রক্ষা, মাদকদ্রব্যসহ অন্যান্য চোরাচালানকৃত মালামাল পাচার রোধ, অবৈধ অস্ত্র পাচার রোধ, নারী ও শিশু পাচার প্রতিরোধ এবং অভ্যন্তরীণ নিরাপত্তায় কর্তব্যরত বেসামরিক প্রশাসনকে সহায়তাসহ দেশমাতৃকার সেবায় নিজেদেরকে আত্মনিয়োগ করতে সক্ষম হয়েছে। এ ব্যাটালিয়ন ৬টি বিওপি নিয়ে যাত্রা শুরু করে বর্তমানে ১৫টি বিওপি’র মাধ্যমে অপারেশনাল কার্যক্রম পরিচালনা করে আসছে। এ ব্যাটালিয়নের বাল্লা সীমান্তের দায়িত্বপূর্ণ এলাকায় কম চোরাচালান হওয়া সত্ত্বেও ব্যাটালিয়নের সদস্যগণ অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে নভেম্বর ২০১৮ থেকে অক্টোর ২০১৯ পর্যন্ত প্রায় ১ কোটি ৯৫ হাজার ৭৭৪ টাকার বিভিন্ন প্রকার চোরাচালানী মালামাল আটক করতে সক্ষম হয়েছে।
অনুষ্ঠানে সাংবদিকদের মধ্যে উপস্থিত ছিলেন হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি মোহাম্মদ নাহিজ, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সৈয়দ এখলাছুর রহমান খোকন, সাবেক সাধারণ সম্পাদক চৌধুরী মোহাম্মদ ফরিয়াদ, প্রেসক্লাবের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আবু ছালেহ নুরুজ্জামান চৌধুরী শওকত, এটিএন বাংলা’র জেলা প্রতিনিধি আব্দুল হালিম, সময় টিভি’র জেলা প্রতিনিধি রাশেদ আহমেদ খান, এশিয়ান টিভি জেলা প্রতিনিধি এসএম সুরুজ আলী, মোহনা টিভির জেলা প্রতিনিধি মোঃ ছানু মিয়া, দৈনিক বাংলাদেশের খবরের জেলা প্রতিনিধি ফয়সল চৌধুরী, সংবাদের জেলা প্রতিনিধি মোহাম্মদ শাহ আলম, প্রভাকরের ভারপ্রাপ্ত সম্পাদক সাহিবুর রহমান প্রমূখ।