এসএম সুরুজ আলী ॥ হবিগঞ্জের নবাগত জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান অভিনব ও ব্যতিক্রম উদ্যোগ নিয়েছেন। তিনি হবিগঞ্জ শহরের বিভিন্ন সমস্যা স্বচক্ষে দেখতে দাপ্তরিক কাজ শেষে শহর ঘুরে বেরিয়েছেন। এরই অংশ হিসেবে তিনি গতকাল রাতে পায়ে হেঁটে হবিগঞ্জ শহরের সার্বিক অবস্থা পর্যবেক্ষণ ও পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি শহরের পরিষ্কার পরিচ্ছন্নতার উপর অধিক গুরুত্ব দেন এবং শহর পরিচ্ছন্ন রাখতে সুস্পষ্ট নির্দেশনা প্রদান করেন। এ ব্যতিক্রমী অভিযানে জেলা প্রশাসকের সাথে ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোহাম্মদ শামছুজ্জামান, হবিগঞ্জ পৌরসভার মেয়র মিজানুর রহমানসহ জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com