স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের হরিপুর এলাকা থেকে মাদক ব্যবসায়ী স্বামী-স্ত্রীকে আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ সময় তাদের কাছ থেকে ২০৯ পিস ইয়াবাসহ একটি পার্স ব্যাগ উদ্ধার করা হয়। আটককৃতরা হলো, হবিগঞ্জ পৌর এলাকার উমেদনগর পশ্চিম হাটির মৃত মোঃ ওমর আলীর পুত্র এনামুল রশিদ এনাম (৩৬) ও তার স্ত্রী ফুল বানু (২৮)।
জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অফিসের কর্মকর্তা নোটন কুমার দাস জানান, গোপন সংবাদে তারা জানতে পারেন হরিপুর এলাকায় একটি বাসার ভিতর ইয়াবা ব্যবসা চলছে। এ সংবাদের ভিওিতে গতকাল সন্ধ্যা সাড়ে ৭টায় হরিপুর এলাকার মামুন কলোনি নামক একটি বাসায় অভিযান চালানো হয়। এ সময় ওই বাসা থেকে ১ মহিলা মাদক ব্যবসায়ীসহ ২ জনকে আটক করা হয়। আটক করার সময় ফুল বানুর পার্স ব্যাগের ভিতর থেকে ১৯৯ পিস ইয়াবা উদ্ধার করা হয় এবং তার স্বামী এনামের কাছ থেকে ১০ পিস ইয়াব উদ্ধার করা হয়। পরে তাদের আটক করে হবিগঞ্জ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে নিয়ে আসা হয়।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com