স্টাফ রিপোর্টার, বানিয়াচং থেকে ॥ হবিগঞ্জ-বানিয়াচং সড়কে বেপরোয়া সিএনজির ধাক্কায় মোটর সাইকেল আরোহী ২ আইনজীবী গুরুতর আহত হয়েছেন। আহত এক জনকে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ও অপরজনকে হবিগঞ্জ ল্যাবএইড হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাটি ঘটেছে গতকাল সোমবার বিকাল সাড়ে ৩টায় অল্লিয়ার ভাঙ্গা ব্রীজে।
স্থানীয় সূত্রে জানা যায়, অন্যান্য দিনের ন্যায় কোর্ট শেষে হবিগঞ্জ থেকে মোটর সাইকেলযোগে গ্রামের বাড়ি বানিয়াচঙ্গে আসছিলেন অ্যাডভোকেট জসিম উদ্দিন ও অ্যাডভোকেট সামিউল আহমেদ খান। অল্লিয়ার ভাঙ্গা ব্রীজের কাছে আসামাত্র পেছন থেকে বেপরোয়া গতির একটি সিএনজি মোটর সাইকেলকে ধাক্কা দেয়। এতে তারা ছিটকে রাস্তায় পড়ে যান। পথচারীরা রক্তাক্ত অবস্থায় তাদের উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক অ্যাডভোকেট জসিম উদ্দিনকে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার করেন। অ্যাডভোকেট জসিম উদ্দিনের বাড়ি বানিয়াচং উপজেলা সদরের কাজী মহল্লা গ্রামে ও অ্যাডভোকেট সামিউল আহমেদের বাড়ি প্রথমরেখ মহল্লায়।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com