এসএম সুরুজ আলী ॥ শান্তিপূর্ণ ভাবে হবিগঞ্জের মাধবপুর, বানিয়াচং ও হবিগঞ্জ সদর উপজেলার ৫টি ওয়ার্ডে সাধারণ সদস্য ও সংরক্ষিত আসনের মেম্বার পদে উপ-নির্বাচনে অনুষ্ঠিত হয়েছে। ওয়ার্ডগুলো হলো- হবিগঞ্জ সদর উপজেলার লুকড়া ইউনিয়নের ৬নং ওয়ার্ড (বামকান্দি দক্ষিণ এলাকা), মাধবপুরের আন্দিউড়া ইউনিয়নের ১, ও ৯নং ওয়াড, ধর্মঘর ইউনিয়নের ৮নং ওয়ার্ড এবং বানিয়াচং উপজেলার উত্তরপূর্ব ইউনিয়নের সংরক্ষিত ১নং ওয়ার্ড। লুকড়া ইউনিয়নের ৬নং ওয়ার্ডে মেম্বার পদে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন মোছাঃ হুছনাহার খাতুন (মোরগ)। তিনি পেয়েছেন ৪৮০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি আব্দুল জলিল (ফুটবল) প্রতিক নিয়ে পেয়েছেন ৪২০ ভোট।
আন্দিউড়া ইউনিয়নের ১নং ওয়ার্ডের নির্বাচিত হয়েছেন মোঃ ছাদেক মিয়া (বৈদ্যুতিক পাখা)। তিনি পেয়েছেন ৫২০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি মোঃ আফজল চৌধুরী (টিউবওয়েল) প্রতিক নিয়ে পেয়েছেন ৩১২ ভোট। এ ওয়ার্ডের অপর প্রার্থী মোঃ স্বপন মিয়া ৩০৬, জমির আলী (ফুটবল) ২৯৪ ও জামাল মিয়া (তালা) ৭১ ভোট পেয়েছেন। এ ইউনিয়নের ৯নং ওয়ার্ডে নির্বাচিত হয়েছেন আক্তার মিয়া (মোরগ)। তিনি পেয়েছেন ৪৮৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি মোঃ ওয়াহাব মিয়া (ফুটবল) প্রতিক নিয়ে পেয়েছেন ৪৪৬ ভোট। অপর প্রার্থী মোঃ সমসু মিয়া পেয়েছেন ৩৯২ ভোট। ধর্মঘর ইউনিয়নের ৮নং ওয়াডে নির্বাচিত হয়েছেন মোঃ সফিকুল ইসলাম (মোরগ)। তিনি পেয়েছেন ৬৬৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি বিল্লাল মিয়া পেয়েছেন ৫৪৩ ভোট। অপর প্রার্থী -মোঃ আব্দুল হান্নান (টিউবওয়েল) ৫১৫ ও মোঃ মতিউর রহমান (ফুটবল) প্রতিক নিয়ে পেয়েছেন ৭৮ ভোট। বানয়াচঙ্গের উত্তরপূর্ব ইউনিয়নের সংরক্ষিত ১নং ওয়ার্ডের মেম্বার পদে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন ডলি আক্তার বর্ষা (মাইক)। তিনি পেয়েছেন ৯৬২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি হামিদা বেগম (হেলিকপ্টার) প্রতিক নিয়ে পেয়েছেন ৫৮২ ভোট। অপর প্রার্থী নিয়ামত বিবি (তালগাছ) প্রতিক নিয়ে পেয়েছে ৫৫২ ভোট।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com