স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাট উপজেলার গোলগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জমিদাতা ও ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি এবং উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি প্রবীন রাজনীতিবিদ মোঃ আব্দুল হামিদ ফুল মিয়া জামিন লাভ করেছেন। গতকাল সোমবার বিকেলে হবিগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ফুল মিয়ার জামিন প্রার্থনা করলে বিজ্ঞ জেলা জজ তার জামিন মঞ্জুর করেন। আওয়ামী লীগের ত্যাগী নেতা হিসেবে পরিচিত ফুল মিয়াকে আইনি সহায়তা করেন অ্যাডভোকেট আতাউর রহমান রবিন। এর আগে গত ১৯ সেপ্টেম্বর উপজেলার গুলগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকার এক অভিযোগের প্রেক্ষিতে পুলিশ তাকে আটক করে বলে জানান ফুল মিয়ার বড় মেয়ে জেসমিন সুলতানা। একই অভিযোগে বিদ্যালয়ের পিয়ন জুয়েল মিয়াকেও আটক করা হল। গতকাল তিনিও জামিন লাভ করেছেন। আওয়ামী লীগ নেতা ফুল মিয়া বর্তমানে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ফুল মিয়ার মেয়ে জেসমিন সুলতানা জানান, বিদ্যালয়ের ভবনে পাকঘর নির্মাণ, স্লিপের টাকার যথাযথ ব্যবহার না করা, পাঠদানে শিক্ষকদের অবহেলা এবং ক্লাস চলাকালীন সময়ে রান্না-বান্না করার প্রতিবাদ করা নিয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা শাহিনা খাতুনের সাথে তার পিতা ফুল মিয়ার মত বিরোধ সৃষ্টি হয়। এর জের ধরে ওই শিক্ষিকা তার পিতার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দিলে পুলিশ তাকে আট করে। তিনি আরও জানান, তার পিতা আওয়ামী লীগ নেতা ফুল মিয়া ওই বিদ্যালয়ের জমিদাতা এবং তিনি দীর্ঘদিন ওই বিদ্যালয়ের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ে তিনি ভূমিকা রেখেছেন।