চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাট উপজেলার রানীগাঁও ইউনিয়নের বাগুলা গ্রামে জমি নিয়ে বিরোধের জের ধরে মা-বোনকে পিটিয়ে আহত দুই ভাই। এ ঘটনায় নিজের দুই ছেলে ও দুই পুত্রবধূকে আসামী করে থানায় অভিযোগ দায়ের করেছেন মা।
বাগুলা গ্রামে নিরীহ অসহায় সুন্দর আলীর স্ত্রী ছুকেরা খাতুন (৫০) ও তার মেয়ে রুজিনা আক্তার (২৫) জানান, দীর্ঘদিন ধরে মায়ের সাথে ছেলে তারা মিয়া (৩২) ও চাঁন মিয়ার (৪০) জমি নিয়ে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে শুক্রবার সকাল ১০টার দিকে ছোট বোন রুজিনা আক্তারের সাথে তারা মিয়া ও চাঁন মিয়ার কথা কাটাকাটি হয়। একপর্যায়ে ছুকেরা খাতুন তাদেরকে বাধা দিলে তারা মিয়া ও চাঁন মিয়া ঘর থেকে একটি ধারালো দা এনে মা ছুকেরা খাতুনের মাথায় কুপিয়ে ও বোন রুজিনা আক্তারের সারা শরীরে পিটিয়ে গুরুতর আহত করে পালিয়ে যায়। এ ব্যাপারে মা ছুকেরা খাতুন বাদী হয়ে ৪ জনকে আসামী করে চুনারুঘাট থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। আসামীরা হলো- বাগুলা গ্রামের সুন্দর আলীর পুত্র তারা মিয়া (৩২), চাঁন মিয়া (৪০), তারা মিয়ার স্ত্রী হেলেনা খাতুন, চাঁন মিয়ার স্ত্রী খাদিজা খাতুন। বিকেলে চুনারুঘাট থানার পিএসআই মুহাম্মদ মুসলিম ঘটনাস্থল পরিদর্শন করে ঘটনার সত্যতা নিশ্চিত করেন।