স্টাফ রিপোর্টার ॥ শায়েস্তাগঞ্জ রেল স্টেশন রোড এলাকায় নয়ন দাস (২৫) নামে এক দোকান কর্মচারি বিদ্যুতস্পৃষ্ট হয়ে মারা গেছে। শুক্রবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে। নয়ন দাস মৌলভীবাজার জেলার মুন্সিবাজার এলাকার বাসিন্দা।
স্থানীয় সুত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে নয়ন দাস শায়েস্তাগঞ্জে সততা ও নিষ্ঠার সাথে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে ম্যানেজারের চাকুরী করে আসছে। সম্প্রতি সে তার ভাতিজির বিয়ে উপলক্ষে মুন্সিবাজার যায়। গতকাল দুপুরে বিয়ের সাজসজ্জার কাজ করতে গিয়ে সে বিদ্যুতস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায়। খবর পেয়ে মৌলভীবাজার থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল রিপোর্ট তৈরি। তবে কোন অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই তার শেষ কৃত্য সম্পন্ন হয়। তার মৃত্যুতে শায়েস্তাগঞ্জের ব্যবসায়ীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com