স্টাফ রিপোর্টার ॥ বাহুবলে ঢাকা-সিলেট মহাসড়কের পাশে অবৈধভাবে বালু রাখার অপরাধে সোহেল, মঞ্জু, ইকবাল নামের ৩ বালু ব্যবসায়ীর ৩০ লাখ টাকা মূল্যের এক্সকেভেটর জব্দ করা হয়েছে। বৃহস্পতিবার রাত ৭টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের বাহুবল উপজেলার দিগাম্বর বাজার এলাকায় অভিযান চালিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা আয়েশা হক রাস্তার পাশে রাখা বালুর স্তুপ থেকে এক্সকেভেটরটি জব্দ করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আয়েশা হক দৈনিক হবিগঞ্জের মুখকে জানান, দীর্ঘদিন ধরে দিগাম্বর বাজার এলাকার কালীবাড়ি স্কুল থেকে আধা কিলোমিটার রাস্তায় অবৈধ বালু রাখার কারণে রাস্তাটি দিয়ে সাধারণ লোকজনসহ স্কুলের ছাত্র-ছাত্রীরাও চলাচল করতে পারছেন না। স্কুলের শিক্ষার্থীদেরকে চলাচলে চরম দুর্ভোগের সম্মুখীন হতে হচ্ছে। বালু রাখার ফলে রাস্তাটি সাইট ভেঙ্গে গর্তের সৃষ্টি হয়েছে। এলাকাবাসীর দুর্ভোগের কথা চিন্তা করে সেখানে অভিযান পরিচালনা করি। অভিযান পরিচালনাকালে এক্সকেভেটরের কোন মালিক পাওয়া যায়নি। গতকাল শুক্রবার পর্যন্ত জব্দকৃত এক্সকেভেটরের মালিকানা দাবি করে কেউ যোগাযোগ করেনি। অভিযানকালে ইউএনওকে সহযোগিতা করেন হাইওয়ে পুলিশের ওসি, বাহুবল মডেল থানা, স্থানীয় ওয়ার্ড মেম্বার রুবেল ও ২নং পুটিজুরী তহসিলের তহসিলদার।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com