নিজস্ব প্রতিনিধি ॥ চুনারুঘাট উপজেলার মিরাশী ইউনিয়নের বড়আব্দা গ্রামে তুচ্ছ ঘটনা নিয়ে দু’পক্ষে সংঘর্ষে অন্তত ৫ জন আহত হয়েছেন। শুক্রবার জুমআর নামাজের পর এ সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে গুরুতর আহত তাহির মিয়া (৪০), জয়নাল মিয়া (৩০), সাজিদ মিয়া (৩০) ও জামালকে (২৫) উদ্ধার করে চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আহতরা অন্যান্যরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
জাহির মিয়া নামে এক প্রত্যক্ষদর্শী জানান, এলাকায় বড়আব্দা গ্রামের নজীর মিয়ার ছেলে বুলবুলের চলা ফেরা নিয়ে একই এলাকার জনৈক ব্যক্তি তাকে শাসন করেন। বিষয়টি তার বাবাকেও জানানো হয়। এ ঘটনার জের ধরে গতকাল সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষ চলাকালে উভয় পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র ব্যবহার করে। তাৎক্ষনিক মসজিদের লোকজন ছুটে এসে পরিস্থিতি শান্ত করেন।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com